ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

পরিবারের সাথে কোরবানির ঈদ উদযাপন করে আবার কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই। ব্যাংক-বিমা ও শেয়ারবাজার সহ সব অফিস খুলে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (১২ জুলাই) দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। দৌলতদিয়া ঘাটে দেখা গেছে মানুষের কিছুটা চাপ। তবে স্বস্তিতেই ফিরছেন তারা।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে খুব একটা গাড়ি ছিলনা। বেলা বাড়ার সাথে চাপ বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে বরিশালের লঞ্চ বিকেল চারটার পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত সব কেবিনের টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া রেলস্টেশনেও রয়েছে ঢাকামুখী মানুষের ভিড়।

ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। সংখ্যায় কম-বেশি থাকতে পারে। কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে তথা শিশু, বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।