ঢাকায় ফিরতে লঞ্চ-ট্রেনে উপচেপড়া ভিড়

ঢাকায় ফিরতে লঞ্চ-ট্রেনে উপচেপড়া ভিড়

ঈদ উদযাপন শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কপথে তেমন চাপ না থাকলেও ট্রেন ও লঞ্চে উপচেপড়া ভিড়।

শনিবার (১৬ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে কিছুটা দেরিতে পৌঁছায় কয়েকটি ট্রেন। রোববার কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরছেন সরকারি চাকরিজীবীরা। বেসরকারি চাকরিজীবীদের অনেকে শনিবারই যোগ দেবেন কাজে। একারণে প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের বাড়তি ভিড়।

এত কিছুর পরে স্বস্তিতে ঢাকায় ফিরতে পারলেও ঢাকার বিভিন্ন গন্তব্যে যেতে যানবাহনের সংকটে অস্বস্তিতে পড়েন অনেকে।

কমলাপুরে বৃহস্পতিবার ঢাকামুখী মানুষের তেমন চাপ দেখা যায়নি। যাত্রীচাপ বাড়ে শুক্রবার। শনিবারেও সেটা অব্যাহত আছে, তবে শুক্রবারের তুলনায় ভিড় কিছুটা কম বলে জানিয়েছেন যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টরা।

এদিকে শনিবার সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে লঞ্চ। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়েই ভেড়ে এক-একটি লঞ্চ। অভিযোগ রয়েছে, বাড়তি ভাড়া আদায়েরও।

বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা জানান, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭৫ টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।