আ’লীগ নেতার বক্তব্য ভাইরাল

‘ইভিএমে কে কোথায় ভোট দেবেন, আমাদের কাছে চলে আসবে’

‘ইভিএমে কে কোথায় ভোট দেবেন, আমাদের কাছে চলে আসবে’

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার সমর্থনে উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ নেতা যোবায়েদুল হক রাশেল বলেছেন, ভোট হবে ইভিএমে। কে কোথায় ভোট দেবেন, তা আমাদের কাছে চলে আসবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। টেনশনেরও কোনো কারণ নেই।

এ বক্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে ইভিএমে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েও। একইসঙ্গে এ ধরনের বক্তব্যে বিভ্রান্তিতে পড়েছে প্রশাসন।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নির্বাচন চলাকালে এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ বিরোধীদের।

যোবায়েদুল হক রাশেল পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন।

শনিবার সন্ধ্যায় নাজিরপুরের ধানদী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের উঠান বেঠকে এ কথা বলেন রাশেল। এর আগে শুক্রবার বিকেলে ধানদী মাধ্যমিক বিদ্যালয়ে আরেক উঠান বৈঠকে তিনি বলেন, ‘যারা নৌকায় ভোট দেবেন কেবল তারাই কেন্দ্রে যাবেন’।

এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে বক্তব্যের ভিডিওটি আমার কাছে এসেছে। আমি এখনও দেখিনি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে যোবায়েদুল হক রাশেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।