শীতলক্ষ্যার পানি বাড়ছে

শীতলক্ষ্যার পানি বাড়ছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ডুবে গেছে নদীর বন্দর ঘাটের প্রায় সব সিঁড়ি।এছাড়া ঘাট সংলগ্ন দোকান ছুঁই ছুঁই করছে নদীর পানি।

শনিবার (১৪ আগস্ট) সকালে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

কিছুদিন আগেও ঘাটের যে ৫ থেকে ১০টি সিঁড়ি দৃশ্যমান ছিল এখন সেগুলো পানির নিচে।

ঘাটের পাশে দোকানদার রহিম জানান, পানি গেল সপ্তাহ থেকে বেড়ে এ পর্যন্ত এসেছে। পানি বেড়ে যাওয়ায় ঘাটের সিঁড়ি ডুবেছে। তবে নৌযান চলাচল আগের মতই আছে।

বন্দর ঘাট থেকে নৌকায় নদী পার হয়ে আসা যাত্রী সোলাইমান জানান, পানি বাড়লেও নদীর ঢেউ বা স্রোত নেই। পানি দ্রুত যেমন বেড়েছে তেমনি মনে হচ্ছে দ্রুত নেমে যাবে।