বুধবার থেকে ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে বিকাল ৩টা

বুধবার থেকে ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে বিকাল ৩টা

সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার কমিয়ে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একাধিক আদেশ-নির্দেশ জারি হয়েছে। এবার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয়ে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে জরুরি পরিষেবার অফিসগুলো এ আদেশের বাইরে থাকবে।

বুধবার থেকে সকাল ৮টায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় শুরু হবে। শেষ হবে বিকাল ৩টায়।

ব্যাংক লেনদেন শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগিয়ে ৯টা থেকে ৩টা করা হয়েছে। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৫টার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করতে বলা হয়েছে। এত দিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস সময় ছিল। এ ছাড়া বন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপ-শাখা বা বুথ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা আগের মতোই অপরিবর্তিত থাকবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় ব্যাংক লেনদেনের সময় ৬ ঘন্টা অপরিবর্তিত রাখা হয়েছে। আর আগের নির্দেশনায় অফিস সময় ৬টা পর্যন্ত কথাটি উল্লেখ ছিল। যে কারণে অনেকে ৬টার পরও অফিসে থাকতেন। এখন ৫টার মধ্যে সব কর্মকর্তার অফিস ত্যাগ করতে বলা হয়েছে।