দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ না হওয়ায় হতাশ চা-শ্রমিকরা, কাজে ফেরার ঘোষণা

দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ না হওয়ায় হতাশ চা-শ্রমিকরা, কাজে ফেরার ঘোষণা

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতির ১৯তম দিনে শনিবার (২৭ আগস্ট) মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। বাগান মালিকদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় সাধারণ শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার (২৮ আগস্ট) দুপুরে নিজেদের মধ্যে আলোচনার পর আনন্দ মিছিলের সঙ্গেই কাজে ফিরতে চান সিলেটের প্রথম স্থাপিত চা বাগান মালনিছড়ার শ্রমিকরা।

এর আগে, দাবি অনুযায়ী মজুরি নির্ধারণ না হওয়ায় হতাশ শ্রমিকরা সবার সঙ্গে আলোচনার পরই কাজে ফিরবেন বলে জানান। তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন চা-শ্রমিক ইউনিয়নের নেতারা।

রোববার (২৮ আগস্ট) বেশির ভাগ চা বাগানে সাপ্তাহিক ছুটির দিন। তাই কাজে ফেরার সিদ্ধান্ত নিতে আরও সময় নিচ্ছেন চা শ্রমিকরা।

মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানগুলোর শ্রমিকরাও রোববার ছুটির দিনটি কাটাচ্ছেন সিদ্ধান্তহীনতায়। তবে নেতারা বলছেন, চা শিল্পের সুরক্ষায় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। সোমবার (২৯ আগস্ট) থেকে সবাই কাজে ফিরবেন বলে তারা আশাবাদী।