অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আশা জাপান রাষ্ট্রদূতের

অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আশা জাপান রাষ্ট্রদূতের

আগামীতে বাংলাদেশে আরও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (২৯ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান জাপানের রাষ্ট্রদূত।

এ সময় ইতো নাওকি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ ভালো হবে। এখনো এক বছরের বেশি সময় বাকি আছে। অনাস্থা দূর করে অংশগ্রহণমূলক নির্বাচন করা ইসির পক্ষে সম্ভব।

জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য সিইসির সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম আমি। আসন্ন এই নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কী প্রস্তুতি নিচ্ছেন তা আলোচনা হয়েছে।

ইভিএম-এর বিষয়ে ইতো নাওকি বলেন, তিনি (সিইসি) বলেছেন, খুব ভালো পদ্ধতি এটা। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। আশা করছি এই মেশিনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশা ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত।