২০ বছরের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ

২০ বছরের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের দাম আবারও ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মার্কিন মুলুকে পাগলা ঘোড়ার মতো ছুটছে মূল্যস্ফীতি।তাতে লাগাম টেনে ধরতে ফের সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল। এরপর বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য আকাশ ছুঁয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ আগস্ট) একগুচ্ছ বিদেশি মুদ্রার বিপরীতে ডলারের দরের ওঠা-নামার সূচক ইউএসডিএক্স ২ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে তা ১০৯ দশমিক ৪৮ পয়েন্টে গিয়ে ঠেকেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো, জাপানি ইয়েন, কানাডীয় ডলার, ব্রিটিশ পাউন্ড, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঁর সঙ্গে মার্কিন মুদ্রার তুলনা করে এ সূচক।

এ অবস্থায় ইউরোর দাম ১ শতাংশের এক-চতুর্থাংশ কমে দশমিক ৯৯৪১৫ ডলারে নেমেছে। গত ২০ বছরের মধ্যে যা সর্বনিম্ন। প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে পাউন্ড স্টার্লিং গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। ব্রিটিশ মুদ্রাটি বিক্রি হচ্ছে ১ দশমিক ১৬৪৯ ডলারে।

ইয়েনের বিপরীতে ডলারের মূল্য বেড়েছে দশমিক ৮ শতাংশ। এখন ১ ডলার কিনতে ব্যয় হচ্ছে ১৩৮ দশমিক ৮১ ইয়েন। চীনের বাইরে প্রতি ডলারে ইউয়ানের দরপতন হয়েছে ৬ দশমিক ৯৩। ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন।

ডলারের বিপরীতে দর হারিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মুদ্রাও। বিশেষজ্ঞরা মনে করেন, চলতি সপ্তাহে ইউএস মুদ্রার দাম আরও বাড়তে পারে।