গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

রাজধানীর গুলশান ২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, কারণ এখনো জানা যায়নি।

উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।