চীনা কর্মীর দুর্ব্যবহারে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ

চীনা কর্মীর দুর্ব্যবহারে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করায় এক চীনা কর্মীকে মারধর করে শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭ টায় রাজধানীর তেজগাঁও নাখাল পাড়া রেলগেট এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

শ্রমিকরা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মরত এক চীনা নাগরিক বাংলাদেশের শ্রমিকদের সাথে বাজে ব্যবহার করায় এ ঘটনার সূত্রপাত হয়। এ সময়, সকল শ্রমিক একযোগ হয়ে কাজ বন্ধ করে মিছিল করতে থাকে।

এই সংবাদ প্রকাশ করা পর্যন্ত খবর শ্রমিকরা কাজে এখনও যোগ দেননি।

নতুন বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশ চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। ১০ বছর আগে শুরু হওয়া প্রকল্পের অধীনে বিমানবন্দর থেকে মহাখালী, মগবাজার, কমলাপুর হয়ে চিটাগাং রোড পর্যন্ত উড়ালপথ নির্মাণ করা হচ্ছে। আরও পাঁচ বছর আগেই চালু হওয়ার কথা থাকলেও হয়নি। তবে ২০২১ সালে বেশ অগ্রগতি হয়েছে।