১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

দাম কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। চলতি মাসে গ্রাহক পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

রোবরার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম নির্ধারণ করে দিয়েছে। কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল জানিয়েছেন, আজ থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।