স্বচ্ছ নির্বাচন গণতন্ত্রে অপরিহার্য: সুইস রাষ্ট্রদূত

স্বচ্ছ নির্বাচন গণতন্ত্রে অপরিহার্য: সুইস রাষ্ট্রদূত

সহিংসতা এবং ভয়ভীতিমুক্ত অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশগুলোর তালিকায় অবস্থানরত দেশটির রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন মতামত তুলে ধরেছেন।

সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি-কে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে দক্ষতা প্রদান ও শক্তিশালী করতে 'সুইস পিস এন্ড হিউম্যান রাইটস' একজন নির্বাচন বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংস্থাটির একটি টুইট রিটুইট করে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড রবিবার নিজের অফিসিয়াল একাউন্ট থেকে লিখেছেনঃ

"সহিংসতা ও ভয়ভীতিমুক্ত অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য অংশ। নিজের বহুপাক্ষিক সম্পৃক্ততার মাধ্যমে সুইজারল্যান্ড এই ক্ষেত্রের কর্মকান্ডকে সমর্থন করে থাকে, যাতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে পারেন।"