মঙ্গলবার ভোরে সন্দ্বীপে আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

মঙ্গলবার ভোরে সন্দ্বীপে আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

‘সে আসছে সে আসছে’- জনপ্রিয় একটি বাংলা ছবির এই গানটি যেন এখন কোটি কোটি বাঙালির লিপে। সিত্রাং আসছে, কিন্তু কতটা তার বিধ্বংসী রূপ হবে কেউ জানে না। কলকাতার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গভীর নিম্নচাপ থেকে সিত্রাং এখন সাইক্লোনে রূপান্তরিত হয়েছে।

বাংলাদেশের বরিশাল জেলা থেকে তার অবস্থান এখন ৭২০ কিলোমিটার দূরে। ভারতের সাগর দ্বীপ থেকে সিত্রাংয়ের অবস্থান ৫৬০ কিলোমিটার দূরে। সিত্রাংয়ের ল্যান্ডফলটি মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হবে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তার আগে ভারতের কুমিরমারি দ্বীপ ও বাংলাদেশের তিনকোনিয়া দ্বীপ ছুঁয়ে যাবে সিত্রাং। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সিত্রাংয়ের দাপটে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে। সোমবার কালীপুজো। উৎসবের দিন যাতে নিরানন্দের দিনে পরিণত না হয় তার জন্যে প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। দুদেশের সুন্দরবনই অবশ্য ব্যাপক ক্ষয় ক্ষতির সামনে পড়বে।