বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর বৈঠক: আলোচনায় নির্বাচন

বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর বৈঠক: আলোচনায় নির্বাচন

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আলোচনায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আয়োজনে 'ডেপুটি পলিটিক্যাল রেসিডেন্সে' বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া সোয়া এক ঘন্টা দীর্ঘ ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে সে সম্পর্কে তাদের মনোভাব জানতে চান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দুই দিনের সফরে শনিবার (৫ ন‌ভেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।