যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের নিয়ে উদ্বিগ্ন: কাদের

যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের নিয়ে উদ্বিগ্ন: কাদের

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘তারা আমাদের দেশের বিষয়ে বড় বড় কথা বলেন। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয়, তখন কোথায় থাকেন তারা? ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের মতো গরিব দেশকে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে ফেলে। আবার আমাদের নিয়ে উদ্বিগ্নও হয় তারা।’

রবিবার বিকাল ৫টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সঙ্গে আগামী বছর ফাইনাল খেলা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী বছর বিএনপির সঙ্গে ফাইনাল খেলা হবে। খেলা হবে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে ও লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে। মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে সেই ফাইনাল খেলায় শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী হবে।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশের কথা বলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছিল বিএনপি। মূলত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল তারা। কিন্তু তারা সফল হয়নি।’ 

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের পদত্যাগের সিদ্ধান্ত ভুল। এজন্য জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। তাদের জন্য সংসদ অচল হয়ে পড়বে না।’

বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি রাষ্ট্রদূত, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের উদ্বেগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কিছু হলে আপনারা উদ্বিগ্ন হন, ক্ষোভ প্রকাশ করেন। আমি প্রশ্ন করি, আপনাদের দেশে প্রতিদিন কত নারী ধর্ষণের শিকার হয়। তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে। আমাদের দেশের পুলিশের ওপর যখন হামলা ও হত্যাচেষ্টা হয় তখন কি তারা চুপ করে বসে থাকবে? তখন কেন আপনারা উদ্বিগ্ন হন না?।’

শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতারা নোংরা কথা বলেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা এখন সব দেখে রাখছি। সময় মতো এসবের জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে মিশে আছে। কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে না।’

দলের নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বসন্তের কোকিল তারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পদ নিয়ে যারা বাণিজ্য করার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান।’

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মোস্তফা জালাল মহিউদ্দিন, নাইমুর রহমান দুর্জয় এমপি ও মমতাজ বেগম এমপি প্রমুখ।