বিমানের সিটের নিচে ৮ কোটি টাকার সোনা

বিমানের সিটের নিচে ৮ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ওই সোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল- সিঙ্গাপুর থেকে ঢাকায় আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ৫৮৫ এর মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম বিমানবন্দরে অবস্থান নেয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানটি অবতরণ করলে তল্লাশি চালিয়ে বিমানের ২(এ) এবং ৩(এফ) নম্বর আসনের নিচে বিশেষভাবে লুকায়িত ও পরিত্যক্ত অবস্থায় কালো রংয়ের স্কচটেপ মোড়ানো অবস্থায় সন্দেহজনক ৬টি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলগুলো থেকে ১২টি স্বর্ণবার (প্রতিটি ১০০০ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট ওজন ১২ কেজি। জব্দকৃত বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। একই সাথে এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।