মঞ্চ থেকে নেতাদের নামিয়ে দিলেন কাদের

মঞ্চ থেকে নেতাদের নামিয়ে দিলেন কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার পর এবার মঞ্চে ওঠা নেতাদের মধ্যে দু-একজন ছাড়া অন্যদের নামিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মঞ্চে থাকা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যদের উদ্দেশে বলেন, ‘হু আর ইউ? ডিকটেটিং মি। গেট আউট...’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্যমতে, ওবায়দুল কাদেরের বক্তব্যের শেষের দিকে তাঁর পেছনে নেতা–কর্মীরা ভিড় করেন। তখন কেউ একজন পেছন থেকে একটা শব্দ বা কিছু বলার জন্য বারবার বলছিলেন। এতে একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সবাইকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এ সময় ওবায়দুল কাদের বক্তব্য বন্ধ করে মঞ্চের কয়েকজন নেতাকে বলেন, ‘হু আর ইউ? ডিকটেটিং মি। গেট আউট... তোমরা এখানে দাঁড়ায়া আছ কেন? সব যাও, তোমরাও যাও। প্রেসিডেন্ট... সেক্রেটারি ছাড়া সব সরে যাও। কারও চেহারা দেখাতে হবে না।’ এ সময় অনেক নেতা মঞ্চের ওপরে সামনের দিকে বসতে গেলে ওবায়দুল কাদের ডায়াস থেকে গিয়ে তাঁদের সরিয়ে দেন।

পরে ওবায়দুল কাদের আবার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রকে (বিএনপির উদ্দেশে) মেরামত করবে। আবার ক্ষমতা পেলে তারা রাষ্ট্রকে ধ্বংস করবে। এই দেশের গণতন্ত্র বাঁচবে না। তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচবে না। তারা ক্ষমতায় এলে স্বাধীনতার আদর্শ বাঁচবে না। তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের সম্ভ্রমহানি ঘটবে। এই অপশক্তি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। বিএনপি নামক এই অপশক্তির হাতে বাংলার মাটিতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না।’

৬ জানুয়ারি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে। এ সময় পড়ে যান কাদেরসহ ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকেরা। এতে বেশ কয়েকজন আহত হন।