সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ

উদ্ধার অভিযান শুরু, নিখোঁজদের খুঁজছেন স্বজনরা

উদ্ধার অভিযান শুরু, নিখোঁজদের খুঁজছেন স্বজনরা

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ সকাল ৯টার পর ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত রাত ১১টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। সকালে রাজউকের একটি টিম পরিদর্শনের পর ফের উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বড় ধরনের তৎপরতা তাঁরা শুরু করতে পারছেন না। আর মূল ক্ষতিগ্রস্ত সাত তলা ভবনের বেসমেন্টে পানি জমে গেছে। এখন তা সেচে ফেলার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, র‌্যাবের উদ্ধারকারী সদস্যরাও রয়েছেন। সেনাবাহিনীর উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।

এদিকে গত রাত থেকেই বিস্ফোরণের পর নিখোঁজ সদস্যদের খুঁজতে ভবনের আশপাশে অবস্থান নিয়েছেন স্বজনরা।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।