সেন্টমার্টিনে আটকে থাকা ৬ শতাধিক পর্যটক ফিরেছে

সেন্টমার্টিনে আটকে থাকা ৬ শতাধিক পর্যটক ফিরেছে

সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে থাকা ছয় শতাধিক পর্যটককে বিশেষ ব্যবস্থায় টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সন্ধা সাড়ে ৬টায় তিনটি জাহাজে করে প্রশাসনের সহয়তায় ফিরিয়ে আনা হয়েছে।

জানা যায়, গত (১৯ মার্চ) রোববার হঠাৎ সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এতে আটকা পড়ে ছয় শতাধিক পর্যটক। পরে সোমবার (২০ মার্চ) সন্ধা সাড়ে ৬টায় তিনটি জাহাজে করে তাদের ফিরিয়ে আনা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, সেন্ট মার্টিনে এ মুহূর্তে আর কোনো পর্যটক আটকা নেই।

তিনি আরো জানান, দমকা হাওয়া বা আবহাওয়া স্বাভাবিক না হলে পর্যটকবাহী জাহাজগুলোর সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি বন্ধ থাকবে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্কতা সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে সোমবার থেকে তিন দিন বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজারে দুপুর থেকে শহরে বৃষ্টিপাত হয়েছে।