সড়ক দুর্ঘটনা রোধে রাজধানীতে সচেতনতামূলক কর্মসূচি পালিত

সড়ক দুর্ঘটনা রোধে রাজধানীতে সচেতনতামূলক কর্মসূচি পালিত

ঢাকা, ১২ মে (জাস্ট নিউজ) : সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে যাত্রী ও চালকদের সচেতন করা, রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ, পথচারীদের ফুটপাথ ধরে হাটা, ফুটপাথে মোটরসাইকেল চালানো বন্ধকরণ ও গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনমত গঠনে রাজধানীতে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে ‘যাত্রী অধিকার আন্দোলন’।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এ কর্মসূচি পালিত হয়। এসময় তারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে না দিয়ে যাত্রীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদের সমন্বয়ে কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে যাত্রী অধিকার আন্দোলনের মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী বলেন, প্রতিদিন সড়কে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং অঙ্গ হারাচ্ছে। এখন নিজেদের জীবন রক্ষায় আমাদেন নিজেদেরই সচেতন হতে হবে। রেষারেষি থেকে পরিবহন চালকদের ফেরাতে হবে আমাদেরই। তাই মানুষকে সচেতন করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আলো বলেন, যাত্রী অধিকার আন্দোলন জনসচেতনতার এ কর্মসূচি প্রতি মাসে পালন করবে। আমরা চাই নগরবাসী নিজেদের থেকে সচেতন হোক। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে পরিবহন নৈরাজ্য বন্ধে জনমত তৈরি করতে এ কর্মসূচি ভালো অবদান রাখবে বলে আমরা আশা করছি। শীগ্রই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে আমরা রাজধানীবাসীকে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলবো।

জনসচেতনতা কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতা রাকিব হাওলাদার, এস. এম. সজীব, মনিরুল ইসলাম ফরাজী, সোহেল তাজসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(জাস্ট নিউজ/এমআই/১৫৩১ঘ.)