নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে শনিবার ভোররাতে ধরা আগুনে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরের দিন আজ তা স্বাভাবিক হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল থেকেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত দুই পাশের সড়কেই যান চলাচল শুরু হয়েছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানান, ‘আজকে সকাল থেকে নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিউ মার্কেটে এলাকার দুই পাশের রাস্তাই খুলে দেয়া হয়েছে। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক এখানে।’

এদিকে পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেটে রাতভর তল্লাশি শেষে চলছে পরিচ্ছন্নতা অভিযান। কাজ করছেন ৬০ থেকে ৭০ জন কর্মী। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

এর আগে সকালে ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের আর কোথাও আগুন নেই। পুরোপুরি নেভাতে গত রাতে কাজ করে, ১২টি ইউনিট। সকালে কমিয়ে আনা হয় তিনটিতে। মার্কেট বুঝিয়ে দেয়ার খবরে ভিড় করছেন, নিঃস্ব দোকানিরা। আগুনে সব হারিয়ে বিলাপ করেন, অনেকে।