ঈদ যাত্রার দ্বিতীয় দিনে তেমন ভোগান্তি নেই

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে তেমন ভোগান্তি নেই

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি হবে আগামীকাল বুধবার থেকে। ইতিমধ্যেই গ্রামে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। গতকাল থেকেই শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। কুমিল্লায় দুর্ঘটনার কারণে গতকাল কিছুটা বিলম্বে ছেড়ে যায় সকালের ট্রেনগুলো।

আজ মঙ্গলবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে অনেকটা স্বস্তিতে ঢাকা ছাড়ছেন মানুষ। সকালে কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’সহ আন্তঃনগর ট্রেনগুলো কিছুটা দেরি ছেড়েছে। তেমন ভোগান্তি হয়নি বলে জানান যাত্রীরা। স্বস্তিতেই তারা ট্রেনে উঠেছেন।

রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না। তিনি আরও বলেন, চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল।

সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।