বিজয় স্মরণীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩

বিজয় স্মরণীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩

রাজধানীর বিজয় স্মরণী এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি বিজয় স্মরণী এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়, এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টানোর পর পর চালক ও হেল্পার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।