নারীকে টুইটারের নতুন প্রধান নিয়োগ দিলেন মাস্ক

নারীকে টুইটারের নতুন প্রধান নিয়োগ দিলেন মাস্ক

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এক নারীকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন এর স্বত্তাধিকারী ও সিইও ইলন মাস্ক। খবর: আল-জাজিরার।

গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেয়ার পর নিজেই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি ব্যবসায়ী। টুইটার কেনার পর তিনি কোম্পানিতে ব্যাপক পরিবর্তন আনেন। শীর্ষ পর্যায়ের নির্বাহীদের চাকরিচ্যুত করার পর নিজেই সিইওর দায়িত্ব নেন। পাশাপাশি গণহারে কর্মীও ছাঁটাই করেন তিনি।

এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যে নতুন প্রধান দায়িত্ব নেবেন এবং এরপর মাস্ক হয়তো নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন বস হিসেবে কোন নারীকে নিয়োগ দেবেন তা এখনই স্পষ্ট করে জানাননি যুক্তরাষ্ট্রের এই ধনকুবের। তবে একজন নারীই যে এবার প্রধান নির্বাহী হতে যাচ্ছে, এতটুকু জানা গেছে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ যান স্পেস-এক্সের মতো বড় বড় ব্যবসা রয়েছে এলন মাস্কের। টুইটার প্রধানের দায়িত্ব অন্য কারও ওপর ন্যস্ত করে নিজেকে অন্য ব্যবসাগুলোতে বেশি সময় দিতে চাইছেন তিনি। এ ছাড়া টুইটারের প্রধানের পদ ছাড়া নিয়ে কিছুটা চাপেও ছিলেন মাস্ক।

গত বছর টুইটারে ভোট হয়েছিল। সেখানে অধিকাংশ লোক ইলন মাস্কের টুইটারের দায়িত্ব ছাড়ার পক্ষে রায় দেয়।