টেকনাফ ও সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের আঘাত, থেমে থেমে বৃষ্টি

টেকনাফ ও সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের আঘাত, থেমে থেমে বৃষ্টি

টেকনাফ ও সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের আঘাত হানা শুরু হয়েছে। ইতিমধ্যে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল রয়েছে। উপকূলে ঢেউ আছড়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৯টা থেকে বিকাল তিনটার মধ্যে মোখা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

গতকাল বিকাল থেকে সেন্টমার্টিনের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সাগর উত্তাল থাকায় এই মুহূর্তে তাদেরকে দ্বীপ থেকে টেকনাফে সরিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউএনও মো. কামরুজ্জামান।

তিনি জানান, দুটি আশ্রয়ন শেল্টারসহ হোটেল-মোটেল মিলে ৩৭টি আশ্রয় কেন্দ্রে দ্বীপের সাত হাজার মানুষের আশ্রয় নেওয়ার ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত খাবার মজুদ আছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ৭-১২ ফুট জলোচ্ছ্বাসের আশংকা করছেন বিশেষজ্ঞরা। তাই আতংকে দিনাতিপাত করছেন দ্বীপবাসী।

এদিকে টেকনাফের শাহপরীরদ্বীপের বাসিন্দারাও সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। এদিকে, রাতভর হালকা বৃষ্টি ও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বইছে দমকা হাওয়া।