ঘূর্ণিঝড় মোখার আঘাত শুরু, বিদ্যুৎবিহীন সেন্টমার্টিন, দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড় মোখার আঘাত শুরু, বিদ্যুৎবিহীন সেন্টমার্টিন, দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে

ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আঘাত হানতে শুরু করছে ঘূর্ণিঝড় মোখা। বিকালের মধ্যে মোখার মূল অংশ আঘাত হানতে পারে। সকাল থেকে দমকা হাওয়ার পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুর থেকে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে সেন্টমার্টিন। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

সেন্টমার্টিন থেকে জয়নাল উদ্দিন জানান, সকাল ১০ টার পর হতে প্রচুর বাতাস বইছে। বৃষ্টি ও বাতাসের জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না। সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

গতকাল শনিবার দুপুরের পর থেকে বিদ্যুৎবিহীন রয়েছে দ্বীপের মানুষ। দ্বীপের প্রায় বাসিন্দা আশ্রয় কেন্দ্রে রয়েছে।

তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে তা পর্যাপ্ত হচ্ছে না।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার আবদুল মালেক জানান, কোস্ট গার্ড ভবনে ৭০ জন নারী-পুরুষ ও শিশু আশ্রয়ে রয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যরাও। তাদেরকে সকালে খিচুড়ি দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, সকাল থেকে বাতাস আর বৃষ্টি হচ্ছে। সাগরের পানি আগের মতো রয়েছে এখনও পর্যন্ত বাড়েনি।