এজলাসে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

এজলাসে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

এজলাসের ভিতরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকার রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ শেষে ফের ২টায় প্রতিবাদ সভার ঘোষণা দেন ফোরামের ঢাকা বারের ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

দুপুর ১২টায় গতকাল বিএনপি সমর্থক অর্ধ শতাধিক আইনজীবী আহতের প্রতিবাদে ঢাকা বারের সামনে আইনজীবীরা জড়ো হতে থাকেন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সিএমএম আদালতের দিকে যেতে থাকে মিছিল। এ সময় পুলিশের পক্ষ থেকে গেট আটকে দেয়ার চেষ্টা করলে আইনজীবীদের বাধার মুখে পড়ে পুলিশ। পরে মিছিলটি রাজপথ হয়ে মহানগর দায়রা জজ আদালতের গেট দিয়ে প্রবেশ করে বটতলায় বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহাসচিব এডভোকেট ওমর ফারুক ফারুকীসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

এডভোকেট ওমর ফারুক ফারুকী তার বক্তৃতায় বলেন, গতকাল সরকারের পিপি, এপিপি ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের অর্ধশতাধিক আইনজীবীকে পিটিয়ে আহত করেছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এজলাসের মধ্যে আইনজীবীদের উপরে হামলা ন্যক্করজনক, বর্বরোচিত। এ হামলা মেনে নেয়া যায় না। আমরা আজ আদালতেও নিরাপদ নই।

কোর্ট প্রাঙ্গণে এতো পুলিশ কেন, এজলাসের সামনেই বা এতো পুলিশ কেন- এর জবাব চাই। পুলিশ দিয়ে আর বেশি দিন গদি রক্ষা করতে পারবেন না।

এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তার বক্তৃতায় বলেন, আদালত ফরমায়েশিভাবে প্রতিদিন মামলার শুনানি করছেন। রাজনৈতিক মোটিভেট হয়ে আজও শুনানির জন্য রেখেছেন। মামলা যদি দ্রুত শুনতে মন চায় অন্য মামলাও শুনুন। কিন্তু অন্য মামলা না শুনে এই মামলা শুনতে এতো তারা কেন? পরে ফের দুটায় নেতাকর্মীদের মহানগরের সামনে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে সভা শেষ করেন।

উল্লেখ্য, গতকাল জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের ভিতরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সংগঠিত হয়ে বিএনপি সমর্থক আইনজীবীদেরকে ধাওয়া দিয়ে এজলাস থেকে বের করে দেয়। এতে বিএনপিপন্থি ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী। আজ বিকালে তিনটার দিকে ফের এ মামলায় সাক্ষীর শুনানি দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে ও মহানগর দায়রা জজ আদালত, এজলাসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।