হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪জন

হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪জন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ১১৪ জন।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬জন আইনজীবীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে।

এখন নিয়ম অনুসারে পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষকের যাচাই শেষে ফলাফল ঘোষণা করবে বার কাউন্সিল।

গত ৪ মার্চ হাইকোর্টে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এখন উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পাবেন।