মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮, উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮, উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরো ৬ জন। এদিকে আজ সকালে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন শিশু ও ৪ নারীর লাশ রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতব্দি এলাকার ৪৬ জন শিশু-নারী, পুরুষ পদ্মা নদীতে ট্রলারে করে পিকনিকে যায়। রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিলো।

তখন বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারের উপরে উঠিয়ে দেয়। এতে সাথে সাথে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। অধিকাংশ ভ্রমণার্থী সাঁতরে তীরে উঠলেও অনেকে পানিতে ডুবে যায়।

স্থানীয়রা আরো জানান, পিকনিক শেষে ট্রলারটি উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে রাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতব্দির দিকে যাচ্ছিলো।

ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েস আহম্মেদ জানান, রাত নয়টার দিকে আমরা ঘটনার খবর পাই। ঘটনাস্থলে আসার পর দেখি স্থানীয়রা ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

আমরা ৪ জনের লাশ উদ্ধার করি। তিনি আরো বলেন, পিকনিকের ট্রলারে ৪৬ জন ছিলেন। এদের মধ্যে এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।

লৌহজং থানার উপ-পরিদর্শক( এসআই) অখিল রঞ্জন সরকার বলেন, এখন পর্যন্ত আমাদের সামনে একটি নারীর লাশ রয়েছে। বাকিদের লাশ হাসপাতাল থেকে তাদের বাড়িতে নেওয়া হয়েছে শুনেছি। নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে।

আজ সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা জানান, মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। সকালে তারা অভিযানে অংশ নেয়।

ওদিকে ভারী বৃষ্টিতে বৈরী আবহাওয়ার কারণে গত রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে তারা।