পাটকল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

পাটকল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

বন্ধ থাকা বেসরকারি পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টা থেকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। যা চলে এক ঘণ্টা। অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

পাটকল শ্রমিকরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। সে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

এ সময় পাটকল শ্রমিকরা বন্ধ পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।