হাইকোর্ট মাজার গেটে আইনজীবী-পুলিশ মুখোমুখি

হাইকোর্ট মাজার গেটে আইনজীবী-পুলিশ মুখোমুখি

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল হাইকোর্টের মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে আইনজীবীদের মিছিলটি মাজার গেট দিয়ে বাহির হওয়ার চেষ্টা করলে শাহবাগ থানা পুলিশ আটকে দেয়।

এ সময় বিএনপিপন্থি আইনজীবী নেতাদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ ও ব্যারিস্টার কায়সার কামাল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ফিরে আসেন তারা। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন রশিদ, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান প্রমুখ।