সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তহীনভাবে সংলাপে আসলে স্বাগত জানাবো

শর্তহীনভাবে সংলাপে আসলে স্বাগত জানাবো

শর্তহীনভাবে যারা সংলাপ করতে আসবেন, তাদের স্বাগত জানাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

বুধবার বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।