মিরপুরে পোশাক শ্রমিকদের অবস্থান, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

মিরপুরে পোশাক শ্রমিকদের অবস্থান, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবারও অবস্থান করছেন পোশাকশ্রমিকেরা। মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন। সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে শ্রমিকরা আবার মিরপুর-১০ নম্বরে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা। পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, শ্রমিকরা সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। তাদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।