সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাহারুল (৩০) ও শরীফুল ইসলামের ছেলে মো. খাজা মিয়া (২৫)।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনে বারাদী বিওপির সীমান্ত পিলার ৮২/২ এস থেকে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ ভেতরে কলাবাগান নামক স্থানে প ৩২/বিএসএফ গোবিন্দপুর ক্যাম্পের টহলদলের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়।

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ মরদেহ দুটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানায় নিয়ে যায় বলে জানা যায়। নিহতরা চোরাকারবারির জন্য রাতের বেলা অবৈধভাবে ভারতে গিয়েছিল।

লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, আমি ছুটিতে বর্তমানে ঢাকায় আছি। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তারপর বিস্তারিত জানানো যাবে।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, আমি যতদুর জেনেছি গত রাতে তারা গরু আনতে ভারতে গিয়েছিল।

কৃষ্ণগঞ্জ থানার ওসি বাপিন মুখার্জি জানান, বাংলাদেশি নাগরিকের মরদেহ দুটি নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর মর্গে পাঠানো হয়েছে।