ভোটারদের ওপর সরকার চাপ দিচ্ছে কি না, জানতে চাইলেন কূটনীতিকেরা

ভোটারদের ওপর সরকার চাপ দিচ্ছে কি না, জানতে চাইলেন কূটনীতিকেরা

আগামী রবিবার অনুষ্ঠেয় একতরফা জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের ওপর সরকার বা নির্বাচন কমিশন চাপ দিচ্ছে কি না, তা জানতে চেয়েছেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকেরা। 

কূটনৈতিকদের এরকম প্রশ্নে গোঁজামিল জবাব দিয়ে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, ভোটারদের চাপ দেওয়ার কোনো কারণ নেই। তবে নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ইসি সাধারণত ভোট দেওয়ার জন্য ভোটারদের সচেতন করার কাজ করে থাকে।

বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, বিদেশি কূটনীতিকেরা তার কাছে নির্বাচনসংশ্লিষ্ট অভিযোগের সংখ্যা, ভোটের ফলাফল কবে প্রকাশ করা হবে এবং ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না, এসব বিষয়ে জানতে চেয়েছেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতেরা জানতে চেয়েছেন, সরকার বা নির্বাচন কমিশন থেকে ভোটারদের চাপ সৃষ্টি করা হচ্ছে কি না? যার পরিপ্রেক্ষিতে তাদের ভোট দিতে যেতে হবে। তাদের বুঝিয়েছি, আমাদের দিক থেকে চাপ সৃষ্টির কোনো কারণ নেই। যখনই নির্বাচন করি আমরা ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি, যেটা আমাদের দায়িত্বের অংশ। আপনারা ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা।’