হরতালে যান চলাচল কম সড়কে

হরতালে যান চলাচল কম সড়কে

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৬ই জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ই জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে।

শনিবার হরতালের প্রথমদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অল্প সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

এছাড়া ব্যক্তিগত গাড়িসহ সিএনজি, মোটরসাইকেলও কম ছিল সড়কে। ছুটির দিন হওয়ায় অন্যদিনের চেয়ে এদিন রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল কম। তবে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেককেই গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

এদিন সকালে রাজধানীর বাসাবো, মৌচাক, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর ১০ ও মিরপুর ২ সহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে।