বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নয়

বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নয়

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের কেউই শঙ্কামুক্ত নয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেন।

তিনি বলেন, সকলেরই শরীরের ৭ থেকে ৮ শতাংশ পুড়ে গেছে। শরীরের বাইরে ক্ষতি কম হলেও গরম ধোঁয়ায় সকলেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে ফ্রী চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।