ভবনে ফায়ার সেফ্টি প্ল্যান ছিলো না, সিঁড়ি ছিলো সরু: ফায়ার ডিজি

ভবনে ফায়ার সেফ্টি প্ল্যান ছিলো না, সিঁড়ি ছিলো সরু: ফায়ার ডিজি

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, আগুন লাগা ভবনটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। ফায়ার সেফ্টি প্ল্যান ছিলো না। ভবনে আমরা দু’য়েকটি ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়েছি।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিজি আরো বলেন, ভবনে একটি মাত্র সিঁড়ি রয়েছে। মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি জানালাও ছিলো না। এছাড়া চার তলায় গ্যাস সিলিন্ডার রয়েছে।