সুপ্রিম কোর্ট বারের ভোট গণনা শুরু

সুপ্রিম কোর্ট বারের ভোট গণনা শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। শনিবার বিকাল পৌনে ৩টায় দিকে ভোট গণনা শুরু হয়। সমিতির নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমির উদ্দিন মানিক বলেন, ভোট গণনা শুরু হয়েছে। তবে ভোট গণনার কার্যক্রমে অংশ নিচ্ছে না বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

ভোট গণনা কার্যক্রমে অংশ না নেয়ার বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল মানবজমিনকে বলেন, ভোট গণনার কার্যক্রমে মারামারি করলো সরকার সমর্থক আইনজীবী নেতারা। এই কয়দিন কোথায় ছিল ব্যালট পেপার তা আমরা জানিনা। তারা আমাদের সম্পাদক প্রার্থীর নামে মামলা দিলেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন সদস্যের নামেও মামলা দিয়েছেন। আমাদের এক আইনজীবী নেতাকে আটক করেছেন পুলিশ। আর যেহেতু ব্যালট পেপার ছিনতাই হয়েছে সেহেতু আমরা পুনর্নির্বাচন চাই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে ভোট গণনা নিয়ে গতকাল শুক্রবার ভোরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভোট গণনা আর হয়নি।