সকালে ঝোড়ো হাওয়ার সাথে এক পশলা বৃষ্টি

সকালে ঝোড়ো হাওয়ার সাথে এক পশলা বৃষ্টি

রাজধানী ঢাকায় আজ রোববার সকালে ৮৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে, হয়েছে এক পশলা বৃষ্টি। ফলে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছে রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফর বলছে, আজ দিনের বাকি সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। তবে কোথাও কোথায় আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ বলেন, ঢাকায় সকাল পৌনে ৭টার দিক থেকে বৃষ্টি ও ঝোড়ো হওয়া শুরু হয়। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।

তিনি বলেন, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের পরের অংশে বৃষ্টি আর খুব বেশি হবে না।

বজলুর রশিদ বলেন, এই বৃষ্টি হয়েছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। এখন প্রাক-মৌসুমি বায়ুর সময়। এই সময়টাই সাধারণত সকালে বা বিকেলের দিকে কালবৈশাখীর সাথে বৃষ্টি আসে।