ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলে আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারছেন ভ্রমণ প্রত্যাশীরা। শতভাগ টিকিট অনলাইনে দুই শিফটে বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবে। এই টিকিট রিফান্ড করা যাবে না। সূচি অনুযায়ী, ১৪ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ই এপ্রিল; ১৫ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ই এপ্রিল; ১৬ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ই এপ্রিল; ১৭ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ই এপ্রিল; ১৮ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ই এপ্রিল এবং ১৯শে এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ই এপ্রিল।