তাপদাহ চলতে পারে আরও দু’দিন, ৪ বিভাগে হিট অ্যালার্ট

তাপদাহ চলতে পারে আরও দু’দিন, ৪ বিভাগে হিট অ্যালার্ট

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ আগামীকাল বৃহস্পতিবারসহ আরও অন্তত দু’দিন অব্যাহত থাকতে পারে। এই তিন দিনই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বোধ হতে পারে অস্বস্তি।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, ৩ দিন পর অর্থাৎ শনি ও রোববারের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

এতে আরও জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া বৃহস্পতি ও শুক্রবার দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আজ বিকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ৭, ৮ ও ৯ এপ্রিল তাপপ্রবাহ কিছুটা কম থাকতে পারে। তাছাড়া বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে।

এদিকে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকায় ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হিট অ্যালার্টের কথা জানানো হয়েছে।