রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

ফেনীর মুহুরীগঞ্জে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। ঘটনাস্থলে দুই জন নিহত হওয়ার পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও চার জন মারা গেছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই রেলপথে। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আশিক, একই গ্রামের আমির আলীর ছেলে আবুল খায়ের, বরিশালের উজিরপুর থানার কাওয়ারচর গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ার সাততলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ, রুহুল আমিনের ছেলে রিফাত এবং মোহাম্মদ ইয়াসিনের ছেলে সাজ্জাদ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, ঘটনার সময় রেল ক্রসিংয়ে একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। সে সময় মালবাহী ট্রেনটি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে আসে। ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।