ভোর পর্যন্ত ইরানের সব ফ্লাইট বাতিল ঘোষণা

ভোর পর্যন্ত ইরানের সব ফ্লাইট বাতিল ঘোষণা

ইরান-ইসরাইল উত্তেজনার কারণে সোমবার সকাল পর্যন্ত ইরানের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরে এই নির্দেশ দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বিমানবন্দরের নির্বাহীরা বলেছেন, ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৬টা পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে।

সিরাজ, ইসফাহান, বুশেহর, কারম্যান, ইলাম এবং সনান্দাজ বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের আভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে এই সময় পর্যন্ত। মধ্যপ্রাচ্যজুড়ে বড় বড় বিমান সংস্থাওতাদের অনেক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।