আবারও সমস্যা দেখা দিয়েছে ফেসবুকে

আবারও সমস্যা দেখা দিয়েছে ফেসবুকে

আবারও ত্রুটি দেখা গেছে মেটার মালিকাধীন ফেসবুকে। ফেসবুকের টাইমলাইনে ব্যবহারকারীরা নিজের পোস্ট দেখতে পাচ্ছেন না। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন ব্যবহারকারী এই অভিযোগের কথা জানান। ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টার পর ব্যবহারকারীরা এমন ত্রুটি খেয়াল করেন। ডেভিড লি নামের এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ফেসবুকে ত্রুটি? বন্ধুদের টাইমলাইন দেখতে পাচ্ছি না।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমে ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি এখনো। এক্সে শামিক সেন নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার সব পোস্ট কোথায়, ফেসবুক?’ এই ব্যবহারকারী নিজের টাইমলাইনের একটি ছবি প্রকাশ করেন।

যেখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবহারকারীর টাইমলাইনে। অন্যদিকে ডেল টেকনোলজির সিনিয়র প্রকৌশল প্রিয়াংক পতি এক্সে লিখেছেন, ‘আমি আমার নিজের পোস্ট দেখতে পাচ্ছি না। কোনো পোস্ট নেই জানাচ্ছে।’ প্রিয়াংকার মতো অনেক ব্যবহারকারী ফেসবুকের টাইমলাইনের সমস্যা বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে এক্সে প্রকাশ করছেন।

বাংলাদেশের ব্যবহারকারীদের অনেকেই একই ত্রুটি দেখছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে ফেসবুকে সব ঠিকই দেখছিলাম। কিছুক্ষণ আগে থেকে টাইমলাইনে কিছুই দেখতে পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম আমার একার। কিন্তু এখন দেখছি অনেক ব্যবহারকারীই একই সমস্যা দেখছে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্যাফায়ার হোসাইন বলেন, ‘মুঠোফোনে ফেসবুক ব্যবহার করার সময় টাইমলাইনে কিছুই দেখতে পাচ্ছি না। অন্য বন্ধুদের জানানোর পরে জেনেছি অনেকেই একই ধরনের সমস্যা দেখছে। যদিও আগের কোনো পোস্টের নোটিফিকেশনে ক্লিক করলে সেই সব পোস্ট ঠিকই দেখা যাচ্ছে। শুধু নিজের টাইমলাইন দেখা যাচ্ছে না। কিন্তু অন্য ব্যবহারকারীদের টাইমলাইনের বিভিন্ন পোস্ট ঠিকই দেখা যাচ্ছে।’

ফেসবুকে মাঝেমধ্যেই এমন ত্রুটি নিয়মিত দেখা যায় বলে প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন সাইট থেকে জানা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা যায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা কারণে প্রায় ৩৩ বার ত্রুটি বা সাময়িক বিভ্রাট দেখা গেছে।