রোহিঙ্গাদের ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা সইয়ের প্রস্তাব রাশিয়ার

রোহিঙ্গাদের ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা সইয়ের প্রস্তাব রাশিয়ার

রোহিঙ্গাদের জন্য ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি।

বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাকে এ প্রস্তাব দেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। এ সময় সুদির্নিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্নরকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশান রাষ্ট্রদূত। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত মান্টিটস্কি।