বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনা মহামারির সময়ে যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই। ‘করোনা ভাইরাস’ নামের যে ভাইরাসটির বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়, এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলোও এখন আর প্রাণঘাতী নয়।