ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে কর্মমুখী মানুষ

ঢাকা, ১৮ জুন (জাস্ট নিউজ) : ঈদুল ফিতরের ছুটি শেষে আজ ঢাকায় ফিরতে শুরু করছে কর্মমুখী সাধারণ মানুষ। তবে ফেরার চিত্রটা ঘরমুখো হওয়ার চেয়ে আলাদা। ঈদে ঘরমুখো মানুষের যে ভিড় থাকে বাস-লঞ্চ, রেলে। তার ছিটেফোঁটাও চোখে পড়েনি সড়ক-মহাসড়কে কিংবা রেলস্টেশনে।

সোমবার থেকেই ঈদুল ফিতরের সাধারণ ছুটি শেষে প্রথম অফিস খুলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তাছাড়া জুন মাসে ব্যাংক ক্লোজিং অর্থাৎ হিসাব ক্লোজ করার নিয়ম থাকায় আজ থেকেই সব প্রকার ব্যাংকে পুরোদমে অফিস শুরু হচ্ছে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেশের উত্তরবঙ্গ থেকে ফিরতি বাসে যাত্রীদের ভিড় আজ দেখা যাচ্ছে। তবে এখনো পুরোপুরি ফিরতে শুরু না করায় রাস্তায় তেমন ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। এদিকে, যাত্রাপথের ভোগান্তি এড়াতে ঢাকাতেই ঈদ কাটিয়ে এখন কিছু মানুষ দেশের বাড়ি যাচ্ছেন প্রিয়জনদের টানে।

(জাস্ট নিউজ/জেআর/১১১৫৫)