এমপি রাসেলের বাড়ির কেন্দ্রেও বিএনপির এজেন্ট নেই

এমপি রাসেলের বাড়ির কেন্দ্রেও বিএনপির এজেন্ট নেই

গাজীপুর, ২৬ জুন (জাস্ট নিউজ) : নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৪৬ নং ওয়ার্ড) বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে কোনো এজেন্টকে দেখা যায়নি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঐ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সরকার দলীয়সহ অন্যান্য প্রার্থীর এজেন্ট থাকলেও ধানের শীষের কোনো এজেন্ট নেই। এই কেন্দ্রটি সরকার দলীয় এমপি জাহিদ আহসান রাসেলের বাড়ির সাথের বিল্ডিং। এখানে মোট বুথের সংখ্যা ৫টি। মোট ভোটার ২১৮৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৩২ ও নারী ১১৫৩ জন।

বিএনপির গাজীপুর সিটি নির্বাচনের মিডিয়া সমন্বয়ক ডা. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সেখানে এজেন্ট নিয়োগ দিয়েছিলাম। সকালে কোনো এজেন্ট ঐ স্কুলের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ প্রার্থীর লোকেরা। তাছাড়া ঐ কেন্দ্রের সাথেই এমপি জাহিদ আহসান রাসেলের বাড়ি।

রাতের বেলায় অনেক নেতাকর্মীদের গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে বলেও দাবি করেন তিনি।

কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বদিউল আলম জানান, এখন পর্যন্ত বিএনপির কোনো এজেন্ট আসেনি। তাছাড়া অন্যান্য সকল প্রার্থীর এজেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়েছে। এখানে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(জাস্ট নিউজ/এমআই/১১২২ঘ.)