‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকা, ২৮ জুলাই (জাস্ট নিউজ) : আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযান এবং বরগুনায় র‌্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে।
শুক্রবার রাতে কুমিল্লা, সাতক্ষীরা ও বরগুনায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল নিহত হয়েছেন। পুলিশের দাবি, রেজাউল আন্তঃজেলা মোটরসাইকেল (বাইক) চোর চক্রের হোতা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মাজেদ মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল শ্যামনগর থানা চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি মামলা ও উপজেলা সদরের আব্দুল্লাহেল বাকী অপহরণ মামলার প্রধান আসামি। গত তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

কুমিল্লা: কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ সহিদুল ইসলাম সফু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সফু সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে জেলা সদরের কাপ্তান বাজার গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

বরগুনা: বরগুনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে। নিহত জলদস্যুর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪০ঘ.)